টেন্ডার-কমিটি - মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী-
Wellcome to National Portal



Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st মে ২০১৭

ইতিহাস

The Board of Intermediate and Secondary Education, Rajshahi was founded in the year 1961, which led to creation of a separate education zone in the northern Bangladesh (erstwhile East Pakistan) from administrative and educational control of the Dhaka Education Board at the Secondary and Intermediate level of education. In pursuance with the Presidential proclamation of the 7th October, 1958 the Governor (of the so called East Pakistan) was pleased to make and promulgate the ordinance of 1961 vide no. XXXIII-1961. This ordinance is called the Intermediate and Secondary Education Ordinance 1961.

According to the East Pakistan Intermediate and Secondary Education Ordinance, No. XXXIII of 1961 and its amendments No. XVI of 1962 and No. XVII of 1977, the Board is responsible for organization, regulation, supervision, control and development of Intermediate and Secondary education, holding public examinations (both S.S.C. and H.S.C. examinations) holding control on secondary and higher secondary institution and promotion of the interest of students and teachers in a healthy academic atmosphere. As an important agency of the Govt. Board's purpose is multiple and widespread in rationalizing the vision of the Govt.'s educational policy and ensuring its implementation within its assigned jurisdiction.

 

 

রাজশাহী শিক্ষা বোর্ডের সংক্ষিপ্ত ইতিহাস

‘‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী’’ ১৯৬১ সালে তৎকালীন পূর্ব পাকিস্থানের রাজশাহী জেলায় প্রতিষ্ঠত হয়। রাজশাহী মহানগরের লক্ষীপুর এলাকায় এর বর্তমান দাপ্তরিক ভবন অবস্থিত। ১৯৬১ সালের পূর্বে সমগ্র বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হতো। প্রতিষ্ঠালগ্নে রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকান্ড ছিল ব্যাপক, সমগ্র উত্তর ও দক্ষিণবঙ্গ রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মপরিধির অন্তর্ভূক্ত ছিল। কিন্তু ১৯৬৩ সালে যশোর শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হওয়ার পর এর আয়তন কিছুটা কমে যায়। তথাপি বৃহত্তর রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর ও দিনাজপুর জেলাসমূহের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাপনা রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়। ২০০৭ সালে দিনাজপুর শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হওয়ার অব্যবহিত পূর্ব পর্যন্ত দেশের সর্ববৃহৎ শিক্ষা বোর্ডের দায়িত্ব পালন করে এসেছে রাজশাহী শিক্ষা বোর্ড। বোর্ডের নিজস্ব কার্যক্রমেরে অতিরিক্ত দায়িত্ব হিসাবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী অদ্যাবধি দিনাজপুর বোর্ডের জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিবন্ধন ও ফলাফল প্রকাশ সংক্রান্ত যাবতীয় কার্যাদি অন-লাইন পদ্ধতিতে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে সম্পন্ন করা হয়। বর্তমানে এই বোর্ড রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা সম্প্রসারণ, শিক্ষার মান উন্নয়ন ও নিয়ন্ত্রণ, স্কুল-কলেজের স্বীকৃতি নবায়ন, নির্ধারিত সময়ে জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশ এবং উত্তীর্ণ পরীক্ষার্থীদের মাঝে একাডেমিক ট্রান্সক্রীপ্ট ও সার্টিফিকেট বিতরণসহ পাবলিক পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে থাকে।

 

বিভিন্ন সময়ে রাজশাহী শিক্ষা বোর্ডের আয়তন সঙ্কুচিত হলেও জন সংখ্যা বৃদ্ধির সংগে ক্রমাগতভাবে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। উপরন্ত জেএসসি পরীক্ষা শিক্ষা বোর্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় এর কর্মপরিধি সামগ্রিক অর্থে বৃদ্ধি পেয়েছে। সর্বোপরি অর্ধশতাব্দী কালব্যাপি রাজশাহী শিক্ষা বোর্ড তার ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পাল করে আসছে।

 

 

নিয়মিত রাজশাহী বোর্ডের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ